দেশী-বিদেশী বই সমৃদ্ধ লাইব্রেরী
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লাইব্রেরী একটি অপরিহার্য অঙ্গ। ছাত্র-ছাত্রী সুবিধার কথা চিন্তা করে “মনোয়ারা আনোয়ারা ম্যাটস্ ও নার্সিং ইনস্টিটিউট” বিষয় ভিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করছে। লাইব্রেরীতে দেশী-বিদেশী মিলিয়ে বইয়ের সংখ্যা ৫ (পাঁচ হাজারের) অধিক । ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী কার্ডের মাধ্যমে বিষয় ভিত্তিক বই সংগ্রহ ও ক্লাশ শেষে লাইব্রেরীতে বসে অধ্যয়নের সুযোগ রয়েছে। এছাড়াও নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে “মনোয়ারা আনোয়ারা ম্যাটস্ ও নার্সিং ইনস্টিটিউট” সদা সচেষ্ট । “মনোয়ারা আনোয়ারা ম্যাটস্ ও নার্সিং ইনস্টিটিউট” তাদের লাইব্রেরী আধুনিক সরঞ্জাম এবং পড়ার উপকরণ দিয়ে অত্যাধুনিক ভাবে সজ্জিত করা হয়েছে। লাইব্রেরীতে বই, সাপ্তাহিক, মাসিক, ম্যাগাজিন, দৈনিক সংবাদ ইত্যাদি পাওয়া যায় । পাঠ্যসূচী এবং সংরক্ষিত উপকরণ ব্যতীত শিক্ষার্থীরা সর্বোচ্চ এক সপ্তাহের (৭ দিনের) জন্য তাদের ধার করতে পারে। আপনি গ্রন্থাগারের ভিতরে পাঠ্য বই এবং সংরক্ষিত সকল বই নিয়মনুসারে ব্যবহার করতে পারেন। ইনস্টিটিউটের সব শিক্ষার্থী লাইব্রেরীর সদস্য হতে পারবে।
** লাইব্রেরির সদস্য হওয়ার জন্য, নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবেঃ
১/ প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে বৈধ অনুমোদন থাকতে হবে।
২/প্রতিটি শিক্ষার্থীর অবশ্যই একটি লাইব্রেরীর সদস্যপদ ফর্ম পূরণ করতে হবে যা লাইব্রেরীতে পাওয়া যায়।