বাণী
মানুষের আগ্রগতির সবচেয়ে বড় নিয়ামক শক্তি হল তার শিক্ষা। আর এই শিক্ষা যদি হয় কর্মমুখী শিক্ষা তাহলে তো কথাই নেই। শিক্ষা প্রসারের উদ্দেশে তথা আমদের দেশে তথ্য প্রযুক্তির বিকাশের লক্ষে বাংলাদেশ সরকার বেসরকারী প্রতিষ্ঠান অনুমোদনের যে বাস্তব পদক্ষেপ গ্রহন করেছে, তারই আলোকে Monowara Anowara Institutions প্রতিষ্ঠিত হয়।
যাত্রার সূচনালগ্ন থেকেই বোর্ড কর্তৃক অনুমোদিত সবকটি আসনেই ছাত্র-ছাত্রী ভর্তি করে আসছে। এই কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্র-ছাত্রী যেন পেশাগত জীবনে পুঙ্খানু পুঙ্খরুপে তার অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারে সেই জন্য কর্তৃপক্ষ কোর্স চলাকালীন সময়েই ব্যবহারিক ক্লাসের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশে মেডিকেল সেক্টরে বিভিন্ন বিভাগে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই এই শিক্ষার মাধ্যমে আমাদের প্রিয় মার্তৃভুমিকে উত্তরোত্তর সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছানো সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস।
সোহেলি ইয়াছমিন
ব্যবস্থাপনা পরিচালক
সাইক গ্রুপ