হোস্টেল
দূরের ছাত্র/ছাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে হোস্টেল পরিচালনা করে আসছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রবেশ ও বাহির রেজিষ্টার বইয়ে লিপিবদ্ধ করা হয়। ইনস্টিটিউট থেকে হোস্টেল নিকটবর্তী হওয়ায় কর্তৃপক্ষ হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের জন্য লাইব্রেরী এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা প্রদান করেছে। আমাদের হোস্টেলটি নিজস্ব তত্বাবধায়ক মহিলা হোস্টেলসুপার দ্বারা সার্বক্ষনিক ছাত্র/ছাত্রীদের সার্বিক দেখাশুনার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পুষ্টি সমৃদ্ধ খাবার ব্যবস্থা নিশ্চিত করা হয়ে থাকে ।